
ভারতের জনপ্রিয় অভিনেতা আশিস কাপুরসম্প্রতি ধর্ষণের অভিযোগ থেকে জামিন পেয়েছেন। এই টানাপোড়েনের পর প্রথম নীরবতা ভাঙলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে আশিস এই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন এবং তার অনুভূতির কথা জানিয়েছেন।
ধর্ষণের অভিযোগের প্রসঙ্গে আশিস বলেন, ‘সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে বলছি আমি আপাতত স্বস্তিতে আছি। আমি কৃতজ্ঞ এই কঠিন অভিজ্ঞতা আমার দেশের গণতন্ত্র ও সংবিধানের ক্ষমতার প্রতি আস্থা দৃঢ় করেছে। দেশের বিচারব্যবস্থার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল এবং এখন সেটা আরও বেড়েছে।’
আশিসের বিশ্বাস যে, এই ঘটনা আরও এক বার প্রমাণ করল যে, সত্যেরই জয় হয়। আসল ঘটনা সব সময়েই দিনের আলো দেখতে পায়।
তার কথায়, ‘এই কঠিন সময়ে যারা আমার সঙ্গে ছিলেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। এই দেশের আইনব্যবস্থাকেও ধন্যবাদ জানাই, যা প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা করে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]