তারকাদের শৌচাগার নিয়ে নুসরাতের অভিযোগ
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৯:১৯
তারকাদের শৌচাগার নিয়ে নুসরাতের অভিযোগ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে টয়লেট নেই কিংবা শৌচাগারের সংকট অজানা নয়। এখন শোনা যাচ্ছে, শৌচাগারের অব্যবস্থাপনা নিয়ে ভুগতে হচ্ছে ভারতীয় তারকাদেরও। অভিযোগ, শৌচাগারের মতো মৌলিক প্রয়োজনের ক্ষেত্রে ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের।


বলিউডের চাকচিক্যের মাঝে এমন রুক্ষ বাস্তবতা তুলে আনলেন অভিনেত্রী নুসরাত ভরুচা। অভিনেত্রীর অভিযোগ মতে, পরিস্কার-পরিচ্ছন্ন শৌচাগার একজন নারীর প্রয়োজনীয়তার শীর্ষে থাকা উচিত। অথচ বলিউড ইন্ডাস্ট্রি এখনও এই মৌলিক ব্যবস্থার দিকেও নজর দেয় না। বলেন, ‘আমাদের ভ্যানিটি ভ্যানের বাথরুম এতটাই অপরিচ্ছন্ন থাকে যে বাধ্য হয়ে একদিন নায়কের বাথরুমের দরজায় ধাক্কা দিতে হয়েছিল!’


নুসরাত জানান, শুধু শহরের নয়, আউটডোর শুটিংয়েও বহু অভিনেত্রীকে লজ্জাজনক অবস্থার মধ্যে পড়তে হয়। শুটিংয়ের সময় নায়িকারা বাধ্য হয়ে ঝোপঝাড়ের পেছনেও শৌচকর্ম করতেন!


শুধু শৌচাগারের বিষয়েই নয়, পুরুষ এবং নারীর মধ্যে কাজের পরবর্তী সুযোগ, পারিশ্রমিক বৃদ্ধি কিংবা স্টারডম— সব ক্ষেত্রেই থেকে যাচ্ছে স্পষ্ট বৈষম্য। নায়কের একটি হিট ছবি মানেই তার পারিশ্রমিক দ্বিগুণ, স্ট্যাটাস আরও উঁচুতে। কিন্তু নায়িকার ক্ষেত্রে- একাধিক হিটের পরেও তাকে অপেক্ষা করতে হয়, প্রমাণ করতে হয় বারবার— ক্ষোভ নুসরাতের।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com