ন্যায়বিচারের জন্য আওয়াজ তুলুন: চমক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৯:২২
ন্যায়বিচারের জন্য আওয়াজ তুলুন: চমক
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।


এ ঘটনায় তারকারাও ধর্ষণের আসামিদের বিচারের দাবি জানিয়েছেন। সেই কাতারে আছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, যিনি জুলাই আন্দোলনে সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজপথেও বেশ সরব ছিলেন। এবার তিনি সরব হলেন ধর্ষণের বিচারের দাবিতে। সেইসঙ্গে ন্যায় বিচারের জন্য সবাইকে আওয়াজ তুলতে বললেন এই অভিনেত্রী।


কুমিল্লার ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে চমক লেখেন, যারা মেয়েটির বিবস্ত্র ভিডিওটি শেয়ার করেছেন, প্লিজ দয়া করে সেটা ডিলিট করে দিন। আপনার কাছের লোকদেরও অনুরোধ করুন। ন্যায়বিচারের জন্য আওয়াজ তুলুন। তবে মেয়েটির ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানকে রক্ষা করে।


এদিকে মুরাদনগরে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে নারীকে ধর্ষণের ঘটনার ভিডিও ভাইরাল করা তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) রাত দেড়টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।


মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের দুটি টিম মাঠে রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা সম্ভব হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com