
এবারের কান উৎসবের লাল গালিচায় পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। কিন্তু প্রথম দিন থেকেই তার পোশাক-সাজ নিয়ে ছিল সমালোচনা। প্রথমে তোতা পাখির মতো রংবেরঙের পোশাক পরেছিলেন, হাতেও ধরেছিলেন তোতা পাখি। বলা যায়, তার অতিরিক্ত রূপসজ্জার কারণে ‘জঘন্য’ সাজ বলেও মন্তব্য করা হয়।
উৎসবের দ্বিতীয় দিনেও পোশাক বিপত্তি কিন্তু পিছু ছাড়েনি উর্বশীর। এদিন এক আধা স্বচ্ছ পোশাক পরেছিলেন অভিনেত্রী; আর হাত নাড়তেই বিপত্তি! বাম দিকের বাহুর নীচের অংশ ছেঁড়া! সেটা আবার স্পষ্ট দেখা যাচ্ছে। ব্যস, দেখতে দেখতে অভিনেত্রীর সেই ছবি, ভিডিও ভাইরাল; সঙ্গে শুরু হয় নেটিজেনদের হাসাহাসি।
নিজের পোশাকে যে বিপত্তি ঘটেছে সেটা তিনিও মুহূর্তে টের পেয়ে যান। যার জেরে হাত না তুলে বিষয়টি সামলানোর চেষ্টা করেছেন। কিন্তু কতক্ষণ এ ভবে হাত না নাড়িয়ে থাকা সম্ভব? অ্যান্তর্জাতিক মঞ্চে প্রশ্নও উঠেছে, কানের মতো এমন একটি উৎসবের মঞ্চে ছেঁড়া পোশাকে ভারতের প্রতিনিধিত্ব!
এমন বিতর্কে ভারতীয় গণমাধ্যম উর্বশীর জবাবের অপেক্ষায় ছিল। কিন্তু এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে অভিনেত্রীর মুখে কুলুপ।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]