সিনেমার গানে কণ্ঠ দিলেন মোশাররফ করিম
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১৩:৪৫
সিনেমার গানে কণ্ঠ দিলেন মোশাররফ করিম
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মতো সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।


‘ভালো লাগে না’ শিরোনামের গানটি থাকবে তার অভিনীত আসন্ন ‘বিলডাকিনি’ সিনেমায়। এটি পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন। গানের কথা ও সুরও করেছেন মোশাররফ করিম নিজেই। গানটি বেশ আগেই লিখেছিলেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটি।


এ প্রসঙ্গে ফজলুল কবীর তুহিন বলেন, প্রায়ই আড্ডাতে ‘ভালো লাগে না’ গানটি গাই আমরা। সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী জেলখানায় একটি গানের প্রয়োজন ছিল। আমার কাছে মনে হলো, গানটি দারুণ মানিয়ে যাবে এই দৃশ্যে।


তিনি আরও বলেন, মোশাররফ করিম ভাইকে জানানোর পর তিনি জানতে চাইলেন গানটি গাইবে কে? তখন তাকে বলি, আপনার কণ্ঠেই ভালো হবে। তিনি সম্মতি জানান এবং গানটি রেকর্ড করি আমরা।


উল্লেখ্য, কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও কলকাতার পার্নো মিত্র।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com