‘নিউজ করলে কিছুই হবে না’ বল্ললেন অর্থ আত্মসাতের দায়ে বরখাস্ত জাবিকর্মী
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১০:০৩
‘নিউজ করলে কিছুই হবে না’ বল্ললেন অর্থ আত্মসাতের দায়ে বরখাস্ত জাবিকর্মী
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন অফিসের উচ্চমান সহকারী-কাম কম্পিউটার অপারেটর তছলিম আহমেদকে বিল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


বুধবার (২১ জানুয়ারি) ‎সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তথ্যটি জানানো হয়।

আদেশ বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের উচ্চমান সহকারী-কাম- কম্পিউটার অপারেটর তছলিম আহমেদ-এর বিরুদ্ধে বিল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে আজ পূর্বাহ্ন থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


‎অভিযোগ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ-এর ধারা ৫ এর (খ) অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বলা হয়েছে অফিস আদেশে।


উল্লেখ্য, বরখাস্ত থাকাকালীন তিনি জীবিকা নির্বাহ ভাতা হিসাবেসংশ্লিষ্ট কর্মচারীর সর্বশেষ মূল বেতনের অর্ধেক ও তদর্থক সাহায্যসহ (অ্যাডহক রিলিফ) যদি থাকে, অন্যান্য সকল ভাতার সম্পূর্ণ পাবেন।


এবিষয়ে অভিযুক্ত বলেন, নিউজ করলে কিছুই হবে না আমার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com