
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন অফিসের উচ্চমান সহকারী-কাম কম্পিউটার অপারেটর তছলিম আহমেদকে বিল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তথ্যটি জানানো হয়।
আদেশ বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের উচ্চমান সহকারী-কাম- কম্পিউটার অপারেটর তছলিম আহমেদ-এর বিরুদ্ধে বিল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে আজ পূর্বাহ্ন থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযোগ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ-এর ধারা ৫ এর (খ) অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বলা হয়েছে অফিস আদেশে।
উল্লেখ্য, বরখাস্ত থাকাকালীন তিনি জীবিকা নির্বাহ ভাতা হিসাবেসংশ্লিষ্ট কর্মচারীর সর্বশেষ মূল বেতনের অর্ধেক ও তদর্থক সাহায্যসহ (অ্যাডহক রিলিফ) যদি থাকে, অন্যান্য সকল ভাতার সম্পূর্ণ পাবেন।
এবিষয়ে অভিযুক্ত বলেন, নিউজ করলে কিছুই হবে না আমার।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]