
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হলেও ওএমআর মেশিনে টেকনিক্যাল সমস্যার কারণে তা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
৬ জানুয়ারি, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (কেন্দ্রীয় মিলনায়তন) ভোট গণনা শুরু হয়। তবে গণনা শুরু হওয়ার পরপরই দুই মেশিনে ‘ম্যাচিং ত্রুটি’ দেখা দেওয়ায় জকসু নির্বাচনের ভোট গণনা বন্ধ রয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, আমরা দুটি মেশিনের ম্যাচিং অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। ভোট গণনা বন্ধ থাকার কারণ সুনির্দিষ্টভাবে খুব দ্রুত জানানো হবে।
নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান বলেন, আমরা দুইটি মেশিনে ভোট গণনা করছি। তবে দুটি মেশিনে ভিন্ন ভিন্ন গণনা দেখাচ্ছে। আমরা ট্রায়াল করেছি গত তিনদিন। এমন সমস্যা আগে হয়নি।
তিনি আরও বলেন, এ বিষয়ে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস প্রার্থীদের সাথে উপাচার্যের কনফারেন্স রুমে বৈঠক হবে। সেখানে আমরা অবশ্যই একটি ইনক্লুসিভ সিদ্ধান্ত নিব। সেই সিদ্ধান্তের বিষয়ে আমরা মিডিয়াকে অবগত করব।
এর আগে, মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। ৩৮টি বিভাগ ও ১টি হলসহ ৩৯ কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ চলে। কমিশন জানায়, জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ এবং হল সংসদে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]