
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শুরু হয়েছে দুই মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি।
রবিবার (৪ জানুয়ারি) সকালে আশুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক এবং উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান। শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, গ্রাম ও নগর পর্যায়ে উচ্চশিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ১৯৯৬ সালে এশিয়ান ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়, যা আজ গৌরবময় ৩০ বছরে পৌঁছেছে।
অনুষ্ঠানে তিন বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় এইউবি ফাউন্ডার অ্যাওয়ার্ড ২০২৬।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]