
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনিক ভবনের সামনে থেকে শোক র্যালি বের হয়ে শহিদ মিনার পাদদেশে গিয়ে শেষ হয়।
এদিন শুরুতেই জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালো পতাকা উত্তোলন হয়। পরবর্তীতে কালো ব্যাজ ধারণের মাধ্যমে র্যালি করে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে শহিদ মিনারে বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, শহিদ বুদ্ধিজীবী এবং বিজয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি দিবস উদ্যাপনে সহযোগিতায় রয়েছে কুবির বিএনসিসি এবং রোবার স্কাউটস ইউনিট।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে আলোচনা সভায় প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, 'এখনো বুদ্ধিজীবীদের শহিদ করা হচ্ছে, কিন্তু আমরা এর কোনো বিচার পাই না। খুনি-সন্ত্রাসীদের বিচার করতে গেলেই এপাশ-ওপাশ করতে করতে তাদেরকে আর ধরা যায় না। আমি অনুরোধ করব, চব্বিশের জুলাইয়ে যে উদ্দেশ্যে আন্দোলন হয়েছে, সেটা যেন সফল হয়। পাশাপাশি আজকের দিনের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করছি।'
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, 'বর্তমানেও দেশে চক্রান্ত হচ্ছে, সেখানে মেধাবী, সাহসী, বুদ্ধিমানদের নিশ্চিহ্ন করার যে পরিকল্পনা চলছে, এটাকে আমরা ঘৃণা জানাচ্ছি। আমরা আবারোে বাংলাদেশকে একটি স্বাধীন দেশে পরিণত করার জন্য, পৃথিবীর মাটিতে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যারা জীবন দিয়েছে, তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করছি।'
দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, 'আমরা একাত্তরে স্বাধীন হয়েছি, একটা স্বাধীন রাষ্ট্র, একটা প্রশাসনিক সীমারেখা পেয়েছি। কিন্তু এই আন্দোলন কিন্তু দীর্ঘদিনের। আমরা আজকের এই দিনে বাংলার স্বাধীনতা এবং স্বাধিকার আন্দোলনের সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।'
বিবার্তা/প্রসেনজিত/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]