
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের লাগোয়া একটি দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে।
২৪ নভেম্বর, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার পরে এ আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, বিজয় একাত্তর হলের পাশের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে। চারটি ইউনিট সেখানে গিয়েছে।
ভূমিকম্পের পর সতকর্তার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিনের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। রোববার বিকাল ৫টার পর শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অলিখিতভাবে শিক্ষার্থীদের হল ছাড়তে আরও একদিন সময় বাড়ানো হয়। বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের কেউ কেউ এখনও হল রয়েছেন।
এ হলের শিক্ষার্থী আসিফ খান বলেন, হলের একটি ভবনের সঙ্গে লাগোয়া দুটি দোকানের একটিতে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে কাউকে আহত হতে দেখা যায়নি। ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে। তারা আগুন নেভানোর চেষ্টা করছেন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]