
ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার (২৩ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত একটি নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, রোববার জরুরি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পেশাগত এমবিবিএস পরীক্ষাসমূহ ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ কারণে ছাত্র-ছাত্রীদের মানসিক চাপ নিরসন ও প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে মিলিত হবার সুবিধার্থে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ৩০ নভেম্বর থেকে একাডেমিক কার্যক্রম যথারীতি চলবে বলে নোটিশে জানানো হয়।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]