শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য আনন্দমুখোর পরিবেশ জরুরি: শিক্ষা উপদেষ্টা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৫:০০
শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য আনন্দমুখোর পরিবেশ জরুরি: শিক্ষা উপদেষ্টা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন,আমাদের প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুদের মধ্যে সুপ্ত সম্ভবনাগুলোকে বিকাশ করা। পাশাপাশি শিশুদের সুনাগরিক ও দক্ষ করে গড়ে তোলা।


রবিবার (২৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমীক ভবনে শিক্ষার গুনগতমান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশজনের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।


তিনি আরো বলেন,শিক্ষার পরিবেশটা যেন আনন্দমুখোর পরিবেশে হয়। একটা শিশুকে স্বপ্ন দেখাতে হবে স্বপ্ন শিখাতে হবে। সে যেন স্বপ্ন দেখতে পারে। এটা খুবই গুরত্বপুর্ণ বিষয়। সে কেন পড়বে তার একটা স্বপ্ন থাকা দরকার। ফলে শিশুকে স্বপ্ন দেখানো টা খুবই গুরত্বপুর্ণ। একটি শিশুকে সব সময়ই আমিও পারি এই সাহসটা জাগ্রত করতে হবে।


এতে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আবু তাহের মো.মাসুদ রানা,অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজমুল হক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মহাপরিচালক আবু নুর মো.শামসুজ্জামান প্রমুখ।


অনুষ্ঠানটি জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে সম্পন্ন হয়।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com