
প্রতিষ্ঠার ১৪ বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত করতে ১৬ সদস্যের কেন্দ্রীয় কমিটি করা হয়েছে।
২২ নভেম্বর, শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা। একই সঙ্গে এই কমিটিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ আয়োজনের কথা বলা হয়েছে।
গঠিত কমিটিতে ববির ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। ১৬ সদস্যের এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, ববির ৭টি অনুষদের ডিন, ৪টি আবাসিক হলের প্রভোস্ট, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক এবং অর্থ ও হিসাব দপ্তরের প্রধান। এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ববি রেজিস্ট্রার। এর আগে বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিবার্তা/মৃত্যুঞ্জয়/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]