
বিবার্তা প্রতিবেদক
২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি পরীক্ষার সার্বিক দায়িত্ব পালন করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন।
জানা যায়, পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত। পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়ের দায়িত্বও পালন করবে গাকৃবি।
ভর্তি-সংক্রান্ত নির্দেশনা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য তথ্য গুচ্ছের ওয়েবসাইটে (acas.edu.bd) পাওয়া যাবে। আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইন আবেদন শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। পরে অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত দিকনির্দেশনা, আসন বিন্যাস এবং প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি প্রকাশ করা হবে।
কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়; গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়; হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়; কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]