বরেণ্য চিত্রশিল্পী মতলুব আলীর মৃত্যুতে ঢাবি নীল দলের শোক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৫:২৫
বরেণ্য চিত্রশিল্পী মতলুব আলীর মৃত্যুতে ঢাবি নীল দলের শোক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মতলুব আলীর মৃত্যুতেগভীর শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল।


বুধবার (৫ নভেম্বর) অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দীন প্রেরিত এক বার্তায় এ শোক জানানো হয়।


শোক বার্তায় বলা হয়, আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে বরেণ্য চিত্রশিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সাবেক ডীন, সুরকার, গীতিকবি, রবীন্দ্র গবেষক, প্রগতিশীল সংগঠক, উদীচীর উপদেষ্টা অধ্যাপক মতলুব আলী আর নেই। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে তিনি মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মহান এই চিত্রশিল্পীর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন উনাকে বেহেশত নসীব করুন। আমিন।


উল্লখ্য ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের প্রিয় স্বাধীনতার উদয়কালে "লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়" অমর গান সহ অসংখ্য গানের রচয়িতা, হাজার চিত্রশিল্পীর গর্বিত শিক্ষক, সদা সৃষ্টিশীল, বিনয়ী প্রাজ্ঞ মানুষটিকে আমরা হারালাম।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com