শিক্ষা
চার বছর পর নতুন কমিটির পথে কুবি ছাত্রদল
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ২১:২১
চার বছর পর নতুন কমিটির পথে কুবি ছাত্রদল
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ চার বছরেরও বেশি সময় আহ্বায়ক কমিটি দিয়ে চলার পর অবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। ইতোমধ্যে কুবির নতুন নেতৃত্ব বাছাইয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত গ্রহণের নিমিত্তে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে তিন সদস্যের একটি সমন্বিত কমিটি গঠন করা হয়েছে।


তিন সদস্যের কমিটিতে যথাক্রমে রয়েছেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং মোঃ নাজমুচ্ছাকিব। তিনজনই যুগ্ম সাধারণ সম্পাদকের পদমর্যাদাসম্পন্ন।


রবিবার (২ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা, শিক্ষাঙ্গণে কেমন ছাত্ররাজনীতি তারা প্রত্যাশা করে, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা, আবাসন ও খাবারের মানোন্নয়ন, শিক্ষাঙ্গণে কাঠামোগত নিপীড়ন, নারী শিক্ষার্থীদের শিক্ষার প্রতিবন্ধকতাসহ সামগ্রিক বিষয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং তাদের মতামত অনুযায়ী কমিটি গঠনের লক্ষ্যে উপর্যুক্ত তিন নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে।


এবিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ বলেন, আমরা আগামী ৪ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাব। সেখানে ছাত্রদলের নতুন কর্মী সংগ্রহের জন্য সদস্য ফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করব। তারপর আমরা সেখানকার শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সার্বিকভাবে কেমন পরিবেশ চায়, সেটা সর্বোচ্চ বিবেচনায় নেওয়া হবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটিতে কেমন নেতৃত্বের প্রত্যাশা করে সেটার উপর ভিত্তি করেই আগামীর কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে।


প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ জুন রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুবি ছাত্রদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর চার বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও পুরোনো আহ্বায়ক কমিটি দিয়েই চলছে সংগঠনটির কুবি ইউনিটের কার্যক্রম।


বিবার্তা/প্রসেনজিত/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com