শিক্ষা
বাকৃবিতে শিক্ষার্থীদের বীজ প্রযুক্তি বিষয়ক ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ২০:৫০
বাকৃবিতে শিক্ষার্থীদের বীজ প্রযুক্তি বিষয়ক ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতকোত্তর শিক্ষার্থীদের অংশগ্রহণে `শর্ট ট্রেনিং কোর্স অন সীড টেকনোলজি' শীর্ষক ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে।


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূইয়া। প্রশিক্ষণটিতে বিশ্ববিদ্যালয়ের মোট ২৫ জন স্নাতকোত্তর শিক্ষার্থী অংশগ্রহণ করেন ।


সীড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পূর্ণিমা দে'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হুমায়ুন কবির, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসলাম হামিম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ও কোর্স কো-অর্ডিনেটর ড. মো: মাহমুদুল হাসান চৌধুরী।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বীজের প্রযুক্তি বিষয়ক এই প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, সকলকে অত্যন্ত মনোযোগের সাথে এই প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। কৃষি উৎপাদন, সম্প্রসারণ অনেকটা বীজের উপর নির্ভর করে। এখানে প্রশিক্ষণে অংশ নেওয়া সকলে যেন মাঠ পর্যায়ে এর সঠিক প্রয়োগ করতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণার্থীদের চাকুরী, বিদেশী স্কলারশিপ, প্রফেশনাল অর্গানাইজেশনের জন্য কৃষি সেক্টরকে লিড দিয়ে কিভাবে বাকৃবিকে এগিয়ে নেওয়া যায় সেই ভূমিকা পালন করতে হবে, এক্ষেত্রে স্নাতকোত্তর শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক ও অন্যান্য সহায়তার প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করবে ।


বিবার্তা/আমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com