
সাভারে সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাড়িতে আগুন ও ভবন ভাঙচুর লুটপাটের ঘটনায় সিটি ইউনিভার্সিটির বিরুদ্ধে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আটকে রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ তুলেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্মার্ট সিটির প্রফেসর আমিনুল ইসলাম হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই অভিযোগ করেন।
এ সময় তিনি জানান, তার নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যারা ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিবে।
সংবাদ সম্মেলনে ড্যাফোডিল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সিটি ইউনিভার্সিটি তে আটকে রেখে যে নির্যাতন করা হয়েছে তার বর্ণনাতুলে ধরা হয়।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]