শিক্ষা
রাবি অধ্যাপকের শাস্তির দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৬
রাবি অধ্যাপকের শাস্তির দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।


সোমবার (২৭ অক্টোবর) রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তার শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই শিক্ষকের দেয়া একটি স্ট্যাটাস ভাইরাল হয়। স্ট্যাটাটে রাকসুতে নির্বাচিত হিজাবি নারী শিক্ষার্থীদের ছবি সংযুক্ত করে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন লিখেছেন, এই ব্যক্তিগত স্বাধীনতা আমি এন্ডর্স করছি। কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও হাতে নিয়ে ক্লাসে যাবো। পরবো টু-কোয়ার্টার, আর হাতে থাকবে মদের বোতল। মদ তো ড্রাগ না! মদপান করার লাইসেন্সও আমার আছে! শিবির আইসেন, সাংবাদিকরাও আইসেন!


রাবি অধ্যাপকের ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন রাকসুর নির্বাচিত সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। ওই শিক্ষককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।


রাত ১২টার দিকে আন্দোলনে ছাত্রদের সঙ্গে যোগ দেন ছাত্রীরাও। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।


পরে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য ও ছবি পোস্ট করায় শিক্ষক হিসেবে তিনি হীন মানসিকতার পরিচয় দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে এই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com