শিক্ষা
রক্তক্ষয়ী সংঘর্ষে ধ্বংসস্তপে পরিনত সিটি ইউনিভার্সিটি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৩:৩১
রক্তক্ষয়ী সংঘর্ষে ধ্বংসস্তপে পরিনত সিটি ইউনিভার্সিটি
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে রক্তক্ষয়ী সংঘর্ষের পরে সিটি ইউনিভার্সিটি ধ্বংসস্তপে পরিনত হয়েছে।


সোমবার (২৭ অক্টোবর) সকালে সিটি ইউনিভার্সিটিতে গিয়ে দেখা যায় এমন ধ্বংসস্তুপ। পুরো ইউনিভার্সিটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে মিরপুর বিরুলিয়া সড়কে যানচলাচল। রক্তক্ষয়ী সংঘর্ষের পরে গোটা এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এতে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে দুই শতাধিক মানুষ।আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রবিবার রাত ১২ টা থেকে আজ ভোর ৪টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যা সাত টার দিকে সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী ব্যাচেলর প্যারাডাইসের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী রাস্তায় থুথু ফেলতেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওই শিক্ষার্থীর শরীরে লাগে।
পরে এক পর্যায়ে সেখানে উভয়ের মধ্যে কথা কাটাকাটি বাকবিতন্ডাসহ হাতাহাতির ঘটনা ঘটে। পরে এক পর্যায়ে উভয়পক্ষ যার যার গন্তব্যে চলে যায়।


পরবর্তীতে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ড্যাফোডিল ইউনিভার্সিটির ব্যাচেলর প্যারাডাইসের এর বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে পরিস্থিতিকে কেন্দ্র করে উভয় ইউনিভার্সিটির প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে রাতে দফায় দফায় বৈঠক হয়। পরে রাত ১২ টার দিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রায় কয়েক হাজার উত্তেজিত শিক্ষার্থী দেশীয় অস্ত্রশস্ত্র সহ সিটি ইউনিভার্সিটিতে হামলা চালিয়ে সিটি ইউনিভার্সিটির ভিসি অফিস,রেজিস্টার অফিস, প্রো-ভিসি অফিস, কনফারেন্স রুম, কম্পিউটার ল্যাব, অ্যাকাউন্টস অফিস ভাঙচুর করে এবং দশটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে এসময় লুটপাটের ঘটনাও ঘটে। এসময় এই তান্ডব চলে ভোর চারটা পর্যন্ত চলে। এদিকে দুপুরের দিকে চরম আতঙ্কে সিটি
ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছেন। এঘটনায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিরুলিয়া মিরপুর সড়ক অবরোধ করে রেখেছে।


এদিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিরুলিয়া আশুলিয়া সড়ক অবরোধ করে রেখেছে। এঘটনায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন। এবিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মুখপাত্র সৈয়দমিজানুর রহমান রাজু বলেন, আমরা সমাধানের পথ খুজছি।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com