বাংলাদেশি অধ্যাপক অর্জন করলেন আন্তর্জাতিক ‘ডিন অব দ্য ইয়ার ২০২৫’ পুরস্কার
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ২১:৫৯
বাংলাদেশি অধ্যাপক অর্জন করলেন আন্তর্জাতিক ‘ডিন অব দ্য ইয়ার ২০২৫’ পুরস্কার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রফেসর ড. মো. নাসির উদ্দিন যুক্তরাজ্যভিত্তিক লন্ডন স্কুল অব ডিজিটাল বিজনেস (এলএসডিবি) কর্তৃক আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘ডিন অব দ্য ইয়ার ২০২৫’ পুরস্কারে ভূষিত হয়েছেন। গত ২৬শে সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিশ্বের চার শতাধিক শিক্ষাবিদ ও একাডেমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা প্রদান অনুষ্ঠানটি আগামী ৬ই নভেম্বর ২০২৫ তারিখ, দুবাইয়ের শারজাহ-তে অনুষ্ঠিত হবে।


জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিন হিসেবে কর্মকালীন (২০১৭-২০২৪) সময়কালে উচ্চ-শিক্ষায় প্রফেসর নাসিরের নানামূখী উদ্যোগ যেমনঃ অ্যাকাডেমিক মাস্টার প্ল্যান ও ব্লেন্ডেড লার্নিং রোডম্যাপ প্রণয়ন, কোভিডকালীন সারাদেশে অনলাইন ভিডিও লেকচার তৈরীর নেতৃত্ব প্রদান সহ লাখ লাখ শিক্ষার্থীর জন্য দক্ষতা-ভিত্তিক পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স চালুর বিষয়গুলোকে এলএসডিবি মানদণ্ড হিসেবে বিবেচনায় করে।


এলএসডিবি একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যা ডিজিটাল প্রশিক্ষণ, নেতৃত্ব বিকাশ এবং একাডেমিক স্বীকৃতি প্রদানে কাজ করে। বর্তমানে ৭৪টিরও বেশি দেশে প্রতিষ্ঠানটির পেশাদার নেটওয়ার্ক রয়েছে।


নিজের অর্জন সম্পর্কে প্রফেসর নাসির উদ্দিন বলেন, “২০২৪ সালের মার্চ মাসে এলএসডিবি’র একটি টিম বিশ্বব্যাপী শিক্ষাবিদদের প্রোফাইলিং শুরু করে। প্রথম ধাপে তারা গুগুলস্কলার, রিসার্চগেট, লিংকডিন, প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণ করে। পরবর্তী ধাপে তারা অনলাইনে সাক্ষাৎকার গ্রহণ করে এবং একাডেমিক অবদান যাচাই করে।


তিনি আরও বলেন, “এই সম্মান কেবল আমার একার নয়। এটি পুরো জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের প্রাপ্তি। এই পুরস্কার প্রমাণ করে, স্বপ্ন, সততা ও নিষ্ঠা থাকলে, বাংলাদেশি শিক্ষকরাও বিশ্বমঞ্চে ভূমিকা রাখতে পারেন”।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com