৭২ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার দাবি
প্রকাশ : ২৩ মে ২০২৪, ১৯:২৪
৭২ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার দাবি
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধের সিদ্ধান্ত বাতিল করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ (১৭তম আবর্তন) বর্ষের সাধারণ শিক্ষার্থীরা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।


২৩ মে, বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এই সংক্রান্ত একটি বিবৃতি পোস্ট থেকে বিষয়টি জানা যায়।


বিবৃতিতে উল্লেখ করা হয়, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে গত ৩০ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করা হয়। কেবল অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ক্যাম্পাস বন্ধ রেখে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখাটা শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত হতে পারে না। এতে করে আমাদের সেশন জটে পড়ার তীব্র আশঙ্কা অনুভব করছি।'


বিবৃতিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ১৭তম আবর্তনের শিক্ষার্থীরা হলেন, পদার্থবিজ্ঞান বিভাগের ফারুক আল নাহিয়ান, গণিত বিভাগের আব্দুল্লাহ আল সায়েম, আইন বিভাগের মো. তানভীর হাসান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের খান জাহান আলী, অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের কামরুল হাসান ফাহিম, বাংলা বিভাগের আরাফাত হোসেন, প্রত্নতত্ত্ব বিভাগের দেলোয়ার হোসেন, আইসিটি বিভাগের মোহাম্মদ জাহিদ হোসেন, রসায়ন বিভাগের মোহাম্মদ রেদোয়ান, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মেহরাব হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জুবায়েদ হোসেন এবং অর্থনীতি বিভাগের শুভ।


এই ব্যাপারে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারুক আল নাহিয়ান বলেন, আমাদের দাবি খুবই স্বচ্ছ। সেশনজট থেকে রক্ষা পেতে আমরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর সকল স্বাভাবিক কার্যক্রম চালু করার দাবি জানাচ্ছি। আমাদের দাবি সঠিক সময়ে মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার মানসিক প্রস্তুতি এবং নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'


গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জুবায়েদ হোসাইন বলেন, 'দীর্ঘদিন আমাদের ক্যাম্পাস বন্ধ। যেটা আমাদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিশ্ববিদ্যালয় জীবন একজন ছাত্রের অ্যাকাডেমিক পড়াশোনার শেষ স্টেজ বলা যায়। সবাই পড়াশোনা শেষ করে চাকরির বাজারে ঢুকবে। এ সময় এত টালবাহনা শিক্ষার্থীদের ক্ষতি করছে। তাই আমাদের ১৭ ব্যাচের দাবি অতিশীঘ্রই ক্যাম্পাস খুলে দেয়ার। বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছি, নাটক দেখতে না।'


বিবার্তা/প্রসেনজিত/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com