ফের ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি, বন্যা পরিস্থিতির অবনতি
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১২:৪৪
ফের ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি, বন্যা পরিস্থিতির অবনতি
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারীতে গেলো কয়েকদিন ধরে ব্রহ্মপুত্রের পানি কমতে থাকলেও বুধবার রাত থেকে আবারও অস্বাভাবিকভাবে পানি বাড়তে শুরু হয়েছে। এতে আবারও চিলমারীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।


চিলমারীর দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গ্যাজ পাঠক জোবাইর হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টার তথ্য অনুযায়ী ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৫০ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।


পানি কমে গতকাল পর্যন্ত পানিবন্দির সংখ্যা ছিল প্রায় ৩৬ হাজার মানুষ। কিন্তু গতরাত থেকে অস্বাভাবিকভাবে পানি বাড়তে শুরু হওয়ার আবারো ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়েছেন বলে জানা গেছে।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, এখন পর্যন্ত সরকারিভাবে ৬৬ মে. টন চাল ও নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।


বিবার্তা/রাফি/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com