
ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে গোসলে নেমে রায়হান ইসলাম (১৬) নামের এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থী শহরের মুজিবনগর গ্রামের শহিদের ছেলে এবং স্কলার্স কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
৮ জুলাই, সোমবার শহরের গোবিন্দনগর ইক্ষুখামার ইজতেমা সংলগ্ন নদীর ঘাট থেকে রায়হান নিখোঁজ হয়েছেন বলে জানান তার বড় বোন রুমি আক্তার।
রুমি আক্তার বলেন, গতকাল মাকে নিয়ে হাসপাতালে ছিলাম। ভাই পড়াশোনার পাশাপাশি কাঁচাবাজারে (আড়ৎ) কাজ করে। আমি ভেবেছি সে মহাজনের কাছে আছে। কিন্তু রায়হান যে নদীতে গোসলে নেমেছিল এ কথা কেউ আমাদের জানায়নি। আজ মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে জানতে পারি রায়হান গতকাল দুপুরে তার ৫ বন্ধুর সঙ্গে নদীতে নেমে ডুবে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে বলা হয়েছে। তারা নদীতে রায়হানের সন্ধানে নেমেছে।
প্রত্যক্ষদর্শী এক কিশোর সিফাত বলেন, গতকাল নদীতে ওরা (নিখোঁজ শিক্ষার্থীসহ) ৫-৬ জন নেমেছিল। যখন সে হাবুডুবু খাচ্ছিল তখন স্বাভাবিকভাবে মনে করেছিলাম গোসল করছে। পরে সে আর উঠেনি। আমি এখানে নতুন বেড়াতে এসেছি ওদের বাড়িও চিনি না। তবে আমি তার সাথে গোসলে নামা ছেলেদের বলেছিলাম যেন তার বাড়িতে জানায়।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম বলেন, আমাদের অনেক দেরিতে জানানো হয়েছে। আমরা ধারণা করছি মরদেহ ভেসে অনেক দূরে চলে গেছে নয়তো পানির নিচে বালুতে চাপা পড়ে আছে। ডুবরি দলের সাথে যোগাযোগ করা হয়েছে। ডুবুরি ছাড়া উদ্ধার কাজ পরিচালনা সম্ভব নয়।
বিবার্তা/মিলন/ইমি/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]