
নওগাঁর মান্দায় ১০ ইউপি সদস্যদের আনিত মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল সংবাদ সম্মেলন করেছেন।
৪ সেপ্টেম্বর, বুধবার বেলা ১২ টার সময় উপজেলার কুসুম্বা সীমানা কফি হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে পরানপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদের সদস্যরা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন তার কোন ভিত্তি নেই।
ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল আরো বলেন, হাটবাজার উন্নয়ন, বাজারে সিসি ক্যামেরা স্থাপন, বলপূর্বক চেকে স্বাক্ষর, লাঠিয়াল বাহিনী তৈরি করে এলাকায় ত্রাস সৃষ্টি, টিআর, কাবিখা, কাবিটা, ট্রেড লাইসেন্স,পরিষদে মসজিদ নির্মাণ, সদস্যদের বেতন না দেওয়া, খাদ্যবান্ধব কর্মসূচিসহ প্রত্যেক প্রকল্পে কাজে অনিয়ম দুর্নীতির উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন ১০ ইউপি সদস্য। যাহ বাস্তবতার সাথে কোন মিল নেই।
ইউপি চেয়ারম্যান আরো বলেন, অধিকাংশ প্রকল্পের সভাপতি (পিআইসি) ইউপি সদস্যরা নিজেই। আমি শুধু দেখভাল করেছি। প্রকল্পে অনিয়ম দুর্নীতি হলে তারাই দায়ী। তবে কোনো কাজে অনিয়ম হয়নি বলে তিনি দাবি করেন। আমি চক্রান্তের শিকার হয়ে ইউনিয়ন পরিষদে যেতে পারছি না। এ কারণে ইউনিয়নবাসীর কাছে আন্তরিক ভাবে দুঃখিত। অচিরেই এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চান এই চেয়ারম্যান।
বিবার্তা/আপেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]