
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নিষিদ্ধ ঔষধ ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২২ মে) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সদর দপ্তরে এ মাদক ধ্বংসকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবির, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব, পিএসসি, জি+, মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম, পিএসসি সহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠানে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এবং ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও নিষিদ্ধ ঔষধ ধ্বংস করা হয়। এসবের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল ২৫,৮১৩ বোতল, ভারতীয় মদ ৩৮,৯৮০ বোতল, গাঁজা ১৩০.৯৫১ কেজি, ইয়াবা ৬৫,৯৭৪ পিস, হেরোইন ৩৬.৭৯১ কেজি, কোকেন ৭৮.৯৪০ কেজি, ক্রিস্টাল মেথ আইস ৬.২৯৯ কেজি, এলএসডি ২৯ বোতল, ভায়াগ্রা ট্যাবলেট ২১,৩১৬ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩,০৭০ পিস, ভারতীয় ঔষধ ৯,৮৪৫ পিস এবং বাংলাদেশি ঔষধ ৯,৯৬০ পিস।
ধ্বংসকৃত মাদকদ্রব্য ও ঔষধের আনুমানিক বাজারমূল্য ১১৯ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ২০২ টাকা। বিজিবির ৫৮ ব্যাটালিয়ন-এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য জানান।
বিবার্তা/আসিম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]