মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১৯:৩৬
মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে গভীর সঞ্চালনশীল মেঘমালা। এমন পরিস্থিতিতে সাগরে লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এ জন্য মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


২৩ মে, শুক্রবার সকাল থেকে বাগেরহাট, মোংলাসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূল জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।


তবে আপাতত তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। লঘুচাপ থেকে নিন্মচাপ ও গভীর নিন্মচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আর ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার নাম হবে ‘শক্তি’।


মোংলা আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ মো. হারুন উর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, সঞ্চালনশীল মেঘমালা থেকে সাগরে লঘুচাপের সম্ভাবনা রয়েছে। সাগরে লঘুচাপ সৃষ্টির পরই বাগেরহাটসহ সুন্দরবন উপকূলজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লঘুচাপ থেকে নিন্মচাপ ও গভীর নিন্মচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।


মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান জানান, আবহাওয়া বিভাগ মোংলা বন্দরে তিন নম্বর সংকেত জারি করলেও শুক্রবারও অনুকূলে পরিবেশ বিরাজ করায় বন্দরের জেটি ও পশুর চ্যানেলে অবস্থানরত সব জাহাজে পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে।


বিবার্তা/রাজু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com