
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় যুব উন্নয়ন কার্যক্রমের আওতায় ঋণ প্রদানের কথা বলে ১৬০ জন গ্রামবাসীর নিকট থেকে প্রায় ১৪ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, সহকারী কর্মকর্তা ইব্রাহিম খলিল এবং স্থানীয় রাজু আহম্মেদের বিরুদ্ধে।
ভুক্তভোগীরা জানান, ‘গরু মোটাতাজাকরণ’ প্রকল্পের আওতায় সরকারি ঋণ পাওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তরা তাদের কাছ থেকে সঞ্চয়ের নামে ৬ থেকে ৯ হাজার করে টাকা উত্তোলন করেন। এভাবে মোট ১৪ লাখ টাকা সংগ্রহ করেন। টাকা তোলার প্রায় নয় মাস পরও কোনো ঋণ না পেয়ে ক্ষুব্ধ হয়ে তারা গত মঙ্গলবার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন এবং সঞ্চয়ের টাকা ফেরত পেতে গত বুধবার উপজেলা যুব উন্নয়ন অফিসের সামনে অবস্থান নিলে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
অভিযোগকারীদের ভাষ্যমতে, শুরুতে গ্রামবাসীদের সঙ্গে সভা করে ঋণের বিষয়ে আশ্বস্ত করা হয় এবং পরে নির্দিষ্ট ব্যক্তি রাজু আহম্মেদের নিকট সঞ্চয়ের টাকা জমা দিতে বলে। টাকা নিলেও কেউ ঋণ পায়নি। একপর্যায়ে অভিযোগ উঠলে টাকা ফেরতের দাবিতে আন্দোলনে নামেন ভুক্তভোগীরা।
নন্দীগ্রাম পৌর এলাকার গুন্দইল গ্রামের ভুক্তভোগী জুঁথি রানী বলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজুর নিকট সঞ্চয়ের টাকা জমা দিতে বলেছিল। তাই আমরা টাকা তুলে রাজুকে দিয়েছি।
অভিযুক্ত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগটি ভিত্তিহীন। রাজু নামের ওই ব্যক্তি আমাদের অফিসের নাম ব্যবহার করে নিজেই টাকা সংগ্রহ করেছে বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্তাধীন এবং রাজুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে জেলা প্রশাসক স্যারের নিকট অভিযোগ দায়ের করেন তারা। বিষয়টি তদন্তের জন্য স্যার তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন। পরে ওই কমিটি তদন্ত করে স্যারের নিকট প্রতিবেদন দাখিল করেছে।
এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের শাস্তি এবং সঞ্চয়ের টাকা ফেরতের দাবি জানিয়েছেন।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]