শিরোনাম
ঝিনাইদহে জোড়া হত্যা মামলার পলাতক ২ আসামি গ্রেফতার
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ২০:৫০
ঝিনাইদহে জোড়া হত্যা মামলার পলাতক ২ আসামি গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে মা ও মেয়েকে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


২৪ নভেম্বর, শুক্রবার সকালে সদর উপজেলার বকসিপুর ও চাদঁপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো-সদর উপজেলার চাঁদপুর গ্রামের তক্কেল আলীর ছেলে রফিক উদ্দিন ও মৃত আফিস বিশ্বাসের ছেলে ঝন্টু বিশ্বাস।


ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, ২০০২ সালের ২১ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদা গ্রামের হাসিনা খাতুন ও তার ৩ বছরের মেয়ে টফিকে নিয়ে এসে মাকে সংঘবদ্ধ ধর্ষণ করার পর তাদের হত্যা করে। ওইদিন সদর উপজেলার সাগান্না ইউনিয়নের চাঁদপুর গ্রামের নবগঙ্গা নদীর পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়।


এ ঘটনায় সাগান্না ইউনিয়নের চৌকিদার সাধন দাস অজ্ঞাতদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা এসে তাদের পরিচয় শনাক্ত করে। সেই মামলায় চলতি মাসে আদালত ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। রায়ের সময় আসামিরা পলাতক ছিল। আদালত আসামিদের গ্রেফতারে গ্রেফতারি পরোয়ানা জারি করলে সদর থানার এস আই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।


শুক্রবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।


বিবার্তা/রায়হান/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com