শিরোনাম
হরিণাকুণ্ডে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী আটক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ২০:৩৮
হরিণাকুণ্ডে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী আটক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের হরিণাকুণ্ডে অস্ত্র-গুলিসহ এক সন্ত্রাসী আটক করেছে র‌্যাব।


৩০ ডিসেম্বর, শনিবার দিবাগত রাত দেড়টার সময় উপজেলার পারদখরপুর থেকে তাকে গ্রেফতার করে বলেন র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন নিশ্চিত করেন।


গ্রেফতারকৃত সাইদ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য শামীম হত্যা মামলার মূল পরিকল্পনাকারী।


গ্রেফতারকৃত সন্ত্রাসী- আবু সাইদ (৩৬) পারদখলপুর গ্রামের ছানোয়ার হোসেন ছনুর ছেলে। ওই সময় তার কাছ থেকে এ ১টি ওয়ান শুটার গান ১টি বিদেশি রিভলভার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, গত ২৩ নভেম্বর ঝিনাইদহের হরিনাকুন্ডে সাবেক সেনা সদস্য এবং উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শামীম হোসেন (৪৮)কে রাতে কিছু দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে।


পরে হরিণাকুন্ডের পার্বতীপুর গ্রামের জনৈক জব্বার মণ্ডলের মেহগনি বাগানের খালপাড়ে বাঁশের সাকোর নিচে শামীমের রক্তাক্ত মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে গত ২৪ নভেম্বর হরিনাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করে।


তিনি জানান, এরই ধারাবাহিকতায় ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডর পারদখলপুর গ্রামে কতিপয় ব্যক্তি সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে অবৈধভাবে অস্ত্রগুলিসহ অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ২টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আবু সাইদকে গ্রেফতার করে।


পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্ত্রাসী আবু সাইদ হরিণাকুণ্ডর সাবেক সেনা সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম হোসেন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।


পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃত আসামিকে হরিণাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/রায়হান/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com