শিরোনাম
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পাচারের সময় আটক দম্পতি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ২০:৫২
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পাচারের সময় আটক দম্পতি
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তিনটি অস্ত্রসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।


আটককৃতরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড মনিরঘোনার মৃত মুহাম্মদ আবুর ছেলে শহিদ সিকদার (৩৮) ও মৃত সিরাজুল ইসলামের মেয়ে ও শহিদ সিকদারের স্ত্রী সাবেকুন নাহার (৩২)।


৩১ ডিসেম্বর, রবিবার দুপুরে টেকনাফ থানাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়।


টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহাদাত সিরাজি এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।


তিনি জানান, রবিবার দুপুরে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনির নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশা (সিএনজি) থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের শরীর তল্লাশি করে মহিলার কোঁমরের বেল্টে বাঁধা তিনটি দেশীয় তৈরি (এলজি) অস্ত্র উদ্ধার করা হয়।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com