শিরোনাম
যুবসমাজকে কাজে লাগানো প্রধান চ্যালেঞ্জ: আলাউদ্দিন নাসিম
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ২১:০৪
যুবসমাজকে কাজে লাগানো প্রধান চ্যালেঞ্জ: আলাউদ্দিন নাসিম
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় সারাদেশে শিল্পায়ন হচ্ছে। অর্থনীতির নানামুখী উদ্যোগে দেশে উদ্যোক্তা তৈরি হচ্ছে। বেকারদের কর্মসংস্থান হচ্ছে, যুবসমাজকে কাজে লাগানো হচ্ছে। আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে প্রধান চ্যালেঞ্জ, নির্বাচনি এলাকার যুবসমাজকে কাজে লাগানো।


৩১ ডিসেম্বর, রবিবার বিকালে ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়ায় নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। ওইদিন পশ্চিম থেকে শুরু করে পৌরসভা ৯টি ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।


আলাউদ্দিন নাসিম বলেন, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা অনেকের সহ্য হচ্ছে না। তারা নানান ধরনের ষড়যন্ত্র আর গুজব ছড়াতে ব্যস্ত। এসব গুজবে কান দিবেন না।


তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।


এ সময় ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার, উপজেলা আ.লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, ভাইস চেয়ারম্যান এনামুল হক, জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/মনির/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com