আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রচারণার সব তথ্য এখন থেকে পাওয়া যাবে টেলিগ্রামে। সম্প্রতি দলের টেলিগ্রাম চ্যানেলটি চালু করা হয়েছে।
দলীয় সূত্র বলছে, দেশ জুড়ে নির্বাচনি প্রচার প্রচারণার সব তথ্য এ চ্যানেলে নিয়মিত প্রকাশ করা হবে। আওয়ামী লীগের অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে টেলিগ্রাম চ্যানেলের লিংকটি শেয়ার করে এতে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হয়েছে। চ্যানেল লিংকটি হলো- https://t.me/albd1949
ক্ষমতাসীন আওয়ামী লীগ ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমের নানা প্ল্যাটফর্মে নিয়মিত সক্রিয় রয়েছে। গত জুন মাসে টিকটকে আইডি খুলে দলটি। নির্বাচনকে কেন্দ্র করে সেই যোগাযোগে যুক্ত হলো জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন টেলিগ্রাম।
বিবার্তা/সোহেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]