গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি নরসিংদী জেলার রায়পুরা থানার মেথিকান্দা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে আল আমিন (৪৫)।
৩১ ডিসেম্বর, রবিবার টঙ্গী-ভৈরব রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের বসুগাঁও এলাকায় বসবাস করতেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই নাজিউর রহমান সাংবাদিকদের জানান, গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় টঙ্গী-ভৈরব রেললাইন দিয়ে হাঁটছিলেন আল আমিন। একপর্যায়ে তিনি একটি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে। পরে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহত আল আমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]