
রাজধানীর রামপুরার আফতাবনগরে বিদ্যুতের খুঁটি পড়ে মনির হোসেন আকন্দ (৪০ বছর) বয়সী এক শ্রমিক নিহত হয়েছেন।
১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার (বিয়াই) মোহাম্মদ আবুল কালাম জানান, নিহত মনির ওয়াসার শ্রমিক হিসেবে কাজ করতেন। আজ দুপুরের দিকে খাওয়া-দাওয়া শেষে রামপুরা আফতাব নগর জহুরুল সিটি ইস্টার্ন হাউজিং প্রকল্পের ওয়াশার পানির লাইনের গর্তের পাশে বিদ্যুতের খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন মনির। হঠাৎ উক্ত খুঁটির কেলাম খুলে গিয়ে খুঁটি তার উপর পড়ে, এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত হয়। এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতাল নিয়ে গেলে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়।
তিনি আরো বলেন, নিহতের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সুলতানা বাদ গ্রামে। তার পিতা কাজেম আলী আকন। সবশেষ তিনি মিরপুরে একটি ভাড়া বাসায় সপরিবারে থাকতেন। তিন ছেলে মেয়ের জনক ছিলেন মনির।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, রামপুরা থেকে বিদ্যুতের খুঁটি পড়ে এক শ্রমিকের ঢাকা মেডিকেলে মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা কে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]