
সাধারণ মানুষের জানমাল এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, নাশকতা রোধে মিরপুরে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
আজ শুক্রবার (২ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণগ্রেফতার প্রতিবাদে ও শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র জনতার গণমিছিল বের করার কর্মসূচি ঘিরে এই সতর্কতা অবস্থান পুলিশের।
সরেজমিনে দেখা যায়, মিরপুর ১০,১২,১৪ ভাষানটেক, ইসিবি, মাটিকাটাসহ সকল পয়েন্টে একই চিত্র। বিশেষ করে বৃহস্পতিবার বিকেলে জামায়াতকে নিষিদ্ধ করা হয়।
জামায়াত-শিবির নিষিদ্ধের পরে যে কোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। অন্তত ৫০টি স্পটকে অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি। জামায়াত-শিবির অধ্যুষিত ঝুঁকিপূর্ণ স্পট চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]