
রাজধানী যাত্রাবাড়ীর সায়দাবাদ করাতিটোলায় ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে অন্তর (২২ বছর) বয়সী আনসার ভিডিপির এক সদস্য আহত হয়েছেন।
৭ জানুয়ারি, রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাকে সকাল সাতটার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, সকালে সায়দাবাদ শেরেবাংলা উচ্চমাধ্যমিক বিদ্যালয় এর করাতিটোলা ভোটকেন্দ্রের সামনে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তের ছোঁড়া দুটি ককটেল বিস্ফোরণে আহত অবস্থায় আনসার ভিডিপির সদস্যকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সামান্য আহত হয়েছে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হতে পারে।
বিবার্তা/বুলবুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]