আজ পর্দা নামবে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ০০:১১
আজ পর্দা নামবে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আজ পর্দা নামবে এশিয়ার সর্ববৃহৎ শিল্পযজ্ঞ এশিয়ান আর্ট বিয়েনাল ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর।


শনিবার (৭ জানুয়ারি) বিকাল ৫টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে চারুকলা প্রদর্শনীটির সমাপনী অনুষ্ঠান।


মাসব্যাপী এই আয়োজন বাংলাদেশ শিল্পকলা একাডেমির অন্যতম উদ্যোগ।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিষ্ঠিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিগত ৪০ বছর ধরে এশিয়ার সর্ববৃহৎ শিল্পযজ্ঞ এশিয়ান আর্ট বিয়েনাল আয়োজন করে আসছে। এবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশসহ ১১৪টি দেশ অংশ গ্রহণ করেছে।


একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।


বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ও সচিব মো: আবুল মনসুর এবং বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম ও বরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।


আলোচনার শেষভাগে অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ ও আলোকচিত্র ধারণ করা হবে। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। গত বছরের ৮ ডিসেম্বর প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিবার্তা/সানজিদা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com