
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক রিকশাচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৫ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ। অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
প্রযুক্তির সহায়তার নিহতের নামপরিচয় জানার চেষ্টা চলছে পুলিশ।
বিবার্তা/বুলবুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]