শিরোনাম
চবি শিক্ষকদের লাঞ্ছিত করলো পরিবহন শ্রমিকরা!
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৮, ২১:৪১
চবি শিক্ষকদের লাঞ্ছিত করলো পরিবহন শ্রমিকরা!
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

পরিবহন শ্রমিকদের হাতে লাঞ্ছিত হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকগণ। ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন সোমবার সকালে নগরের বহদ্দারহাট বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, শহর থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়ের বাস শিক্ষকদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। বহদ্দারহাট বাস টার্মিনালে কয়েকজন পরিবহন শ্রমিক বাস থামিয়ে চালক দুলালকে বেধড়ক মারধর করে। এ সময় বাসে থাকা শিক্ষকরা প্রতিবাদ করলে তাদেরও অপমান করে শ্রমিকরা। পরে স্থানীয়রা এগিয়ে যান এবং চালক দুলালকে উদ্ধার করেন। বর্তমানে দুলাল চবি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছেন।


ওই বাসে থাকা আরবি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মুহাম্মদ হারুন-উর-রশিদ বলেন, 'বাসে করে আমরা সবাই ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম। আগে থেকেই বলে দেয়া হয়েছিল ধর্মঘটের আওতামুক্ত থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। কিন্তু ধর্মঘটের নামে কেন তারা এই অরাজকতা করছে সেটা বুঝতে পারছি না!'


বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ নিয়াজ মোরশেদ রিপন বলেন, এ ধরনের ঘটনায় আমরা খোঁজখবর নিচ্ছি।


বিবার্তা/জাহেদ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com