শিরোনাম
কুমিল্লার ১১টি আসনই আ.লীগের
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৮, ০৪:১০
কুমিল্লার ১১টি আসনই আ.লীগের
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লার ১১টি আসনের সবকটিতিই নৌকা মার্কার প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে রবিবার রাতে এই ফল ঘোষণা করা হয়।


কুমিল্লা-১ আসনে নৌকার প্রার্থী সুবিদ আলী ভুঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪৯ ভোট, ধানের শীষের প্রার্থী ড. খন্দকার মোশারফ হোসেন পেয়েছেন ৯৪ হাজার ৪১৪ ভোট।


কুমিল্লা-২ আসনে নৌকার প্রার্থী সেলিমা আহমাদ মেরী পেয়েছেন ২ লাখ পাঁচ হাজার ৫১২ এবং ধানের শীষের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন পেয়েছেন ২০ হাজার ৭৫৯ ভোট।


কুমিল্লা-৩ আসনে নৌকার প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন পেয়েছেন ২ লাখ ৭৩ হাজার ১৮২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম মজিবুল হক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৩৫৮ ভোট।


কুমিল্লা-৪ আসনে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল পেয়েছেন ২ লাখ ৪০ হাজার ৫৪৪টি ভোট। ধানের শীষের প্রার্থী আবদুল মালেক রতন পেয়েছেন সাত হাজার ৯৫৮টি ভোট।


কুমিল্লা-৫ আসনে নৌকার প্রার্থী আবদুল মতিন খসরু পেয়েছেন ২ লাখ ৯০ হাজার ৫৪৭ ভোট, ধানের শীষের অধ্যক্ষ মো. ইউনুস পেয়েছেন ১১ হাজার ৯৬০ ভোট।


কুমিল্লা-৬ আসনে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার পেয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৩০০ ভোট, ধানের শীষের প্রার্থী আমিন-উর রশিদ ইয়াছিন পেয়েছেন ১৮হাজার ৫৩৭ ভোট।


কুমিল্লা-৭ আসনে নৌকার প্রার্থী অধ্যাপক আলী আশরাফ পেয়েছেন এক লাখ ৮৪ হাজার ৯০১ ভোট, ধানের শীষের প্রার্থী ড. রেদেয়ান আহমেদ পেয়েছেন ১৫ হাজার ৭৪৭ ভোট।


কুমিল্লা-৮ আসনে নৌকার প্রার্থী নাছিমুল আলম চৌধুরী নজরুল পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৬৫৯ ভোট এবং ধানের শীষের প্রার্থী জাকারিয়া তাহের সুমন পেয়েছেন ৩৪ হাজার ২১৯ ভোট।


কুমিল্লা-৯ আসনে নৌকার প্রার্থী তাজুল ইসলাম পেয়েছেন দুই লাখ ৭০ হাজার ৬০২ ভোট এবং ধানের শীষের প্রার্থী আনোয়ারুল আজিম পেয়েছেন ১১ হাজার ৯ ভোট।


কুমিল্লা-১০ আসনে নৌকার প্রার্থী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) পেয়েছেন ৪ লাখ ৫ হাজার ২৯৯ ভোট এবং ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরী পেয়েছেন ১২ হাজার ৪৮ ভোট।


কুমিল্লা-১১ আসনে নৌকার প্রার্থী মুজিবুল হক পেয়েছেন দুই লাখ ৮২ হাজার ২৭৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থী মো. কামাল উদ্দিন পেয়েছেন ২ হাজার ২৫৭ভোট।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com