বিজিবি-বিজিপি পতাকা বৈঠক: সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানে গুরুত্ব
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৯
বিজিবি-বিজিপি পতাকা বৈঠক: সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানে গুরুত্ব
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন এবং মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ বিজিপি এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


১০ সেপ্টেম্বর, রবিবার সকালে কক্সবাজারের পাশের জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশীপ ব্রিজের কাছে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


পতাকা বৈঠকে ২০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। অপরদিকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপির ২ নাম্বার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেলল কিয় নাইং সোই এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট মায়ানমার প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।


দুপুরে বৈঠক শেষে বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী জানান, পতাকা বৈঠকে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনাসহ দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখাসহ ভবিষ্যতে সীমান্ত এলাকায় যেকোনো ঘটনা ঘটলে তা সাথে সাথে পরস্পরকে অবগত করা এবং আলোচনার মাধ্যমে তা সমাধান করার বিষয়ে উভয় অধিনায়ক একমত পোষণ করেন।


বিবার্তা/ফরহাদ/এমজে


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com