শিরোনাম
কুষ্টিয়ায় আরো ১৪ ডেঙ্গু রোগী ভর্তি
প্রকাশ : ১০ আগস্ট ২০১৯, ১৬:৪৫
কুষ্টিয়ায় আরো ১৪ ডেঙ্গু রোগী ভর্তি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুসহ আরো ১৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।


শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৪ জন রোগী ভর্তি হয়। বর্তমান এই হাসপাতালে ৭ জন শিশুসহ মোট ৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত মোট ২২৭ জন ডেঙ্গু রোগী কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


এদের মধ্যে ১৬৮জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, কুষ্টিয়ায় পরিবার পরিজনের সাথে ঈদ করতে বেশির ভাগ রোগী ঢাকা থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েই এখানে এসে ভর্তি হয়েছেন। রোগীদের সামাল দিতে কিছুটা হিমশিম খেতে হলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই এখানে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে সকল পরিস্থিতি মোকাবেলায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তপক্ষ সর্বাত্বক ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি।


বিবার্তা/শরীফুল/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com