শিরোনাম
খুলনায় ডেঙ্গু রোগী শনাক্ত
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৯, ২১:২৪
খুলনায় ডেঙ্গু রোগী শনাক্ত
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনার রূপসা উপজেলায় রণজিতা দাস (৫০) নামে এক ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে।


বুধবার (৭ আগস্ট) সন্ধা ৭টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে উপজেলার কাজদিয়া গ্রামের গোরাচাঁদ দাসের স্ত্রী।


পারিবারিক সূত্রে জানাযায়, কিছুদিন ধরে তার গায়ে জ্বর জ্বর ভাব রয়েছে।কিন্তু আমরা প্রথম দিকে বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি। আজ সকালে তার রক্ত পরীক্ষা করার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে।সেখানে তার ডেঙ্গু রোগ ধরা পড়ে।


এ ব্যাপারে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তারেক উর রহমান জানান, আমাদের হাসপাতালে ডেঙ্গু সনাক্তের কিট এনএসওয়ান স্ট্রিপ না থাকায় আমরা বিষয়টি নিশ্চিত ভাবে বলতে পারছি না। তবে রোগীর ভাব দেখে মনে হয় তার ডেঙ্গু হয়েছে।তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


উল্লেখ, গত ৪ আগস্ট রূপসা উপজেলার উত্তর খাজাডাঙ্গা গ্রামের বাবুল শেখের পুত্র, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মনজুর শেখ (১৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।এরপর থেকেই উপজেলার ৫টি ইউনিয়নের সর্বত্র ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে।


বিবার্তা/তুরান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com