শিরোনাম
কুষ্টিয়া হাসপাতালে দুদকের অভিযানে একজনের কারাদণ্ড
প্রকাশ : ২৩ জুলাই ২০১৯, ১৯:২০
কুষ্টিয়া হাসপাতালে দুদকের অভিযানে একজনের কারাদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুর্নীতি দমন (দুদক) কার্যালয়ের উপ-পরিচালক যাকারিয়া অভিযান চালিয়ে একজনকে ২৮ দিনের কারাদণ্ড দিয়েছেন।


মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুষ্টিয়া দুদক কার্যালয়ের উপ-পরিচালক যাকারিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে অকেজো চিকিৎসা সরঞ্জাম, অপরিচ্ছন্ন পরিবেশ, দালালের দৌরাত্মসহ নানা অনিয়ম পাওয়া যায় বলে জানান তিনি।


অভিযোগের সত্যতা স্বীকার করে আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার জানান, ধারণ সক্ষমতার তিনগুণ বেশী রোগীর ঝক্কি সামলাতে হাসপাতালে আসা রোগীদের কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা দুরূহ। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সমন্বিত চেষ্টায় এসব অনিয়ম দুর করা সম্ভব। তাছাড়া অপ্রতুল চিকিৎসা সরঞ্জামাদির সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলে ইতোমধ্যে একাধিকবার পত্র প্রেরণ করেও কোন সমাধান পাওয়া যায়নি বলে জানান তিনি।


দুদকের অভিযানকালে হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগে পারভেজ (৩৫) নামে এক ব্যক্তিকে ভ্রমমাণ আদালত বসিয়ে ২৮ দিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


বিবার্তা/শরীফুল/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com