শিরোনাম
কুমিল্লায় সংখ্যালঘু পরিবারের বসতবাড়ি দখলের অভিযোগ
প্রকাশ : ২২ জুলাই ২০১৯, ২২:১৩
কুমিল্লায় সংখ্যালঘু পরিবারের বসতবাড়ি দখলের অভিযোগ
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বারইকান্দি গ্রামে এক সংখ্যালঘু পরিবারের বসতবাড়ি ও জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।


থানায় দায়ের করা মামলা থেকে জানা যায়, বারইকান্দি গ্রামের নিত্যানন্দ রায়ের ছেলে নির্মল রায়ের প্রতিবেশী মো. মজিবুর রহমান ভুঁইয়া ও মোশারফ হোসেন ভুঁইয়া সহ ৯ থেকে ১০ জনে মিলে বসতবাড়ি ও জমি দখল করেন।চাকরির কারণে আমরা (নির্মল রায়)এই সময় বাড়ি ছিলাম না।



থানায় অভিযোগে আরো বলা হয়, মামলার আসামি মজিবুর রহমানের যোগসাযোশে অন্য আসামিরা মিলে আমার বাড়ি জোরপূর্বক দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেন। এমতাবস্থায় আমাদের অনুপস্থিতিতে গত জুন মাসের ১০ থেকে ২০ তারিখের মধ্যে আসামিরা আমার ঘরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং সকল আসবাবপত্র লুঠ করে নিয়ে যায়।এমনকি আমাকে গৃহহীন করার জন্য আমার ভিটা মাটি প র্যন্ত সমান করে ফেলে।


মামলায় নির্মল রায় আরো বলেন, আসামিরা আমার বাড়ি থেকে মোট ১০ লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায়।এছাড়া বাড়িতে দুই লাখ টাকার ক্ষতিসাধন করে।আমি বিষয়টি জানার পর ১০ জুলাই বাড়িতে গেলে আসামিরা দা বটি নিয়ে আমাকে ধাওয়া করে।তারা বলে ফের বাড়িতে আসলে আমাকে মেরে ফেলবে।


মামলার বাদী নির্মল রায় বিবার্তাকে বলেন, আসামিরা পূর্বে আমাদের জমি দখল করেছিল। যা নিয়ে এখন আদালেতে মামলা চলমান রয়েছে।


তিনি আরো বলেন, গত জুন মাসের ১০ থেকে ২০ তারিখের মধ্যে যেকোনো সময় আমার বসতবাড়ি ও জমি দখল করে আসামিরা।


আসামিদের রাজনৈতি পরিচয় সম্পর্কে জানতে চাইলে নির্মল রায় বিবার্তাকে বলেন, তারা আগে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিল।


এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ওসি বিবার্তাকে বলেন, মামলাটির তদন্ত চলছে। ২২ জুলাই প র্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।তবে আসামি গ্রেফতার অভিযান অব্যাহত আছে।


বিবার্তা/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com