শিরোনাম
কুলাউড়ায় ফের ট্রেনের বগি লাইনচ্যুত
প্রকাশ : ২০ জুলাই ২০১৯, ১২:৫৩
কুলাউড়ায় ফের ট্রেনের বগি লাইনচ্যুত
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার সকাল ৮টা ৫৫ মিনিটে ট্রেনটি মৌলভীবাজারে কুলাউড়া জংশন রেলস্টেশনে ঢোকার সময় এ দুর্ঘটনা ঘটে।


এর আগে শুক্রবার একই স্থানে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।


জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস শনিবার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে কুলাউড়া আউটার সিগন্যালে আসার পর একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পরপর স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। ট্রেনটির বগি উদ্ধার করতে ঘণ্টাখানেক সময় লাগে তাদের। কোন যান্ত্রিক ত্রুটি আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আক্রান্ত বগিটি কুলাউড়ায় রেখে দেয়া হয়। অপর বগিগুলো নিয়ে কালনী এক্সপ্রেস সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।


কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মুহিব উদ্দিন বলেন, কি কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। প্রকৌশল বিভাগের লোকজন এ ব্যাপারে ভাল বলতে পারবেন।


তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আতঙ্কিত হয়ে অনেক যাত্রী ট্রেন থেকে লাফ দিয়ে বের হয়। রেলওয়ে সিলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পৌঁছেছেন। তাঁরা ঘটনা খতিয়ে দেখছেন।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com