শিরোনাম
কুলাউড়ায় আবারো ট্রেন লাইনচ্যুত, আহত ১৫
প্রকাশ : ১৯ জুলাই ২০১৯, ১৬:০৯
কুলাউড়ায় আবারো ট্রেন লাইনচ্যুত, আহত ১৫
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া রেলস্টেশন এলাকায় এসে লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় অনন্ত ১৫ জন আহত হয়েছেন।


কুলাউড়ার বরমচালে ভয়াবহ উপবন ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে এবার কুলাউড়ায় জয়ন্তিকা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে।


শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২টায় কুলাউড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মের উত্তর পাশে প্রবেশের আগ মুহূর্তে লাইনচ্যুত হলে ১০-১৫ জন যাত্রী সামান্য আঘাতপ্রাপ্ত হন।



এসময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করলে কয়েকজন যাত্রী আহত হন। কুলাউড়া স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।


এই ক্রসিং পয়েন্টের সমস্যা এলাকাবাসী অনেক আগে থেকেই দেখে আসছে এবং এটি মেরামতের দাবি করে আসলেও কর্তৃপক্ষ রেললাইনের এ সব ত্রুটিগুলো গুরুত্ব দিয়ে দেখেনি। তাই আবারো বড়ধরনের রেল দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন কুলাউড়াবাসী।


উল্লেখ্য, গত ২৩ জুন রাতে কুলাউড়ার বরমচাল ইসলামাবাদ এলাকার বড়ছড়া ব্রিজে ঢাকাগামী উপবন ট্রেনটি দুর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলে চারজন নিহত হন ও আহত হন শতাধিক।


বিবার্তা/আরিফ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com