শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
প্রকাশ : ১৮ জুলাই ২০১৯, ১৭:৫৮
ঠাকুরগাঁওয়ে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে ঠাকুরগাঁওয়ে দিপু চন্দ্র (২১) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে এ কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।


পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা ও এক সন্তানের জনক দিপু চন্দ্র অনেক দিন ধরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং এবং প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। এর প্রতিবাদ করেও তাকে বিরত রাখা যায়নি। এমনকি প্রেমের বিষয়ে তাকে অসম্মান করার ভয় দেখিয়ে তিন হাজার টাকাও নিয়েছে সে।


বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে ছাত্রীটিকে আবারো ইভটিজিংকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।


বিবার্তা/বিধান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com