শিরোনাম
জামালপুরে ৩০ হাজার মানুষ পানিবন্ধী
প্রকাশ : ১৩ জুলাই ২০১৯, ২২:৩০
জামালপুরে ৩০ হাজার মানুষ পানিবন্ধী
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে যমুনার পানি বিপদসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা বন্যা পানি বাড়ার ফলে জেলার ইসলামপুর, বকশীগঞ্জ, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্দহ ও দেওয়ানগঞ্জ উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।


ফুঁসে উঠা যমুনার পানির প্রবল স্রোত যমুনার তীরবর্তী ইসলামপুর চিনাডুলীর বিস্তীর্ণ অঞ্চলে পানি প্রবেশ করে রাস্তা-ঘাট ভেঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।


জেলার সবচেয়ে বেশি বন্যা কবলিত এলাকার ইসলামপুর উপজেলার চিনাডলী, বেলগাছা, সাপধরী ও পাথর্শী ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্ধী হয়ে মানবেতর জীবন যাপন করছে।



যমুনার প্রবল স্রোতে শনিবার রাতে চিনাডুলী ইউনিয়নের বাবনা-খলিশা কুড়ি সড়ক, পশ্চিম চিনাডুলী-উলিয়া বাজার সড়ক ভেঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানি প্রবল স্রোতে চিনাডুলী দেওয়ানপাড়া লুতফর, বাচ্চু, মতি ও বেলালসহ ৭টি পরিবারের বসত ভিটা ও বাড়িঘর ভেঙ্গে গেছে। ভাঙ্গন অব্যাহত আছে। এমতাবস্থায় বন্যা কবলিত পরিবারগুলো বসতঘর সরিয়ে নেয়ারও সময় পাচ্ছে না। অসহায় হয়ে পড়েছে ভাঙ্গন কবলিত পরিবার ও পানি বন্ধী মানুষ।


বন্যা কবলিত ও ভাঙ্গন এলাকা জরুরী ত্রাণসহায়তা দাবী জানিয়েছেন চিনাডুলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালাম।


বিবার্তা/ওসমান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com